কলকাতা

তৃণমূলের পর এবার বিজেপি, রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির

 তৃণমূলের পর এবার বিজেপি। রাজ্যসভায় এ রাজ্য থেকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে। সন্ধেতে জানা গেল গেরুয়া শিবিরের প্রার্থী নাম। বিজেপি রাজ্যসভায় প্রার্থী হিসেবে বেছে নিয়েছে শমীক ভট্টাচার্যকে। বাংলা থেকে প্রার্থী নাম জানানোর সঙ্গে সঙ্গেই আরও দুই রাজ্যের প্রার্থী নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। বাংলার ৫ আসনে রাজ্যসভার নির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, সাংবাদিক সাগরিকা ঘোষ এবং নাদিমুল হককে। রবিবার সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে প্রার্থী নাম জানানো হয়েছে। সাংবাদিক সাগরিকা ঘোষ এবার বাংলার শাসক দলের নতুন মুখ। একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং সিএএ নিয়ে চর্চার মাঝেই মমতবালাকে প্রার্থী করাও বড় সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবার বাদ গিয়েছে তিনজনের নাম। তাঁরা হলেন শান্তনু সেন, শুভাশিস চক্রবর্তী এবং আবিররঞ্জন বিশ্বাস। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ নির্বাচন। উত্তরপ্রদেশের ৭ জন এবং উত্তরাখণ্ডের ১ জন প্রার্থীর নাম জানানো হয়েছে বিজেপির তরফে।