জেলা

‘দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়’, উঠল চোর চোর স্লোগান, পালটা বিক্ষোভকারীদের হাড় ভাঙার হুঁশিয়ারি 

ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”, বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ভোটের দিন প্রথমবার বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। এর পর হলদিয়া মহকুমা হাসপাতালে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। কারণ, সেখানে ভর্তি রয়েছেন রাজনৈতিক হিংসায় জখম হালিয়ার হাতিয়াবেড়িয়ার বাসিন্দা বাবুলাল মণ্ডল। সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্য দিকে ২৩২ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পাভোটের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীকে দেখে তিন-চারজন যুবক জুতো ফেলে দৌড়ে পালায়। তবে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। বলেন, “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে।” একজন প্রাক্তন বিচারপতি এহেন হুঁশিয়ারিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।