ভোট কেন্দ্র ছেড়ে জঙ্গিপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুজিত দাস চলে গেলেন নৌকাবিহারে। চায়ের কাপে চুমুক দিয়ে গান ধরলেন, যদি কিছু আমারে শুধাও কী যে তোমারে কব… না বলা কথা বুঝিয়া লও। পরনে ফুলহাতা গেরুয়া রঙের পাঞ্জাবি, আর কপালে তিলক। তাঁর বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। কিন্তু তাতে কী! নিজের জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী বলে জানালেন সুজিতবাবু। ভোটের দিন যখন প্রার্থীদের মধ্যে চোরা টেনশন তখন সুজিতবাবু নৌকাবিহারে উপভোগ করছেন বৃষ্টি। গলা ছেড়ে গান ধরেছেন। এদিন সুজিত বাবু জানান, বৃষ্টি হচ্ছে। ভোট উৎসবও চলছে। উৎসবের মেজাজেই আছি। সব মিলিয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী আমি।


