সমবায় ব্যাঙ্কের ভোটে জেলায় জেলায় হারলেন বিজেপি প্রার্থীরা। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ডেরায় কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের মোট ১০৮ আসনের মধ্যে ১০১টিতেই তৃণমূল জয়লাভ করেছে। কাঁথিতে জয়ের প্রসঙ্গে রামনগর থেকে অখিল গিরি বলেন, “এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হয়েছে, দু-একটি জায়গায় একটু গন্ডগোল হয়েছিল, তবে পুলিশ প্রশাসন তা সামাল দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিনই খোঁজ খবর নিয়েছেন এই ভোট প্রক্রিয়া নিয়ে”। পাশাপাশি, সমবায় ভোটে ছাপ্পা হয়েছে, এমনটাই দাবি বিজেপির। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। নন্দকুমার, রামনগর, এগরা-সহ বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে অবাধে ছাপ্পার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলের দাবি, তাদের হাতে ছাপ্পা ভোটের প্রমাণ আছে।