জেলা

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো-ব্যাক স্লোগান, ভাঙচুর গাড়ি, মাথা ফাটল জওয়ানের, প্রাণ বাঁচাতে দৌড় প্রণত টুডুর

লোকসভা নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ।  গড়বেতার মোগলাপাতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। এলাকা ছেড়ে কার্যত দৌড়ে পালান প্রার্থী প্রণত টুডু। ভোটে অশান্তির খবর করতে গিয়ে আক্রান্ত হল সংবাদমাধ্য়মও। সোশাল মিডিয়ায় নিজেই ঘটনার কথা বর্ণনা করেন প্রণত টুডুর দাবি, ”জওয়ানরা না থাকলে প্রাণে বেঁচে ফিরতে পারতাম না।”বিজেপি প্রার্থী প্রণত বলেন, ‘প্রার্থী হিসাবে আমি এখানে এসেছিলাম। খবর ছিল, এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন বলে কিছু নেই। আমাদের তরফে কোনও প্ররোচনা ছিল না। এঁরা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’ তৃণমূলের অভিযোগ, বিজেপি ওই এলাকায় অশান্তি করছে। এদিকে গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।