কলকাতা

বিজেপি বাংলায় সরকার গড়ছে, ২ তারিখ সংখ্যাটা বলে দেব: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন পর্ব শেষ ৷ তার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখাল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, বাংলায় এবার বিজেপির সরকার তৈরি হচ্ছে ৷ তবে বিজেপি কত আসনে জিতল সেটা ২ তারিখ জানা যাবে ৷ যদিও তাঁর বিশ্বাস বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে ৷ এবারের বিধানসভা নির্বাচনে খুব বেশি গোলমাল হয়নি বলে তিনি দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, রাজ্যের কয়েক হাজার বুথের মধ্যে কয়েকটি মাত্র বুথে গোলমাল হয়েছে ৷ ভালো ভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে ৷ একই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপির সরকার হওয়ার পর রাজনৈতিক তিক্ততা মুছে লড়াইকে করোনার বিরুদ্ধে সর্বতোভাবে লড়াই করা হবে ৷ এদিনও তিনি করোনা সামলানো নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর দাবি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সময় নষ্ট করা হয়েছে ৷ ভোটে হারের ভয়ে করোনা নিয়ে ভয় ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷