কলকাতা

রাজ্য নির্বাচন কমিশনারকে ‘পোষ্য কুকুর’ বলে অশালীন আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

রাজ্য নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পোষ্য কুকুর’- এমনটাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ‘তাণ্ডব’ দেখান তিনি। খুলে দেন পুলিশের ব্যারিকেড। তাঁর ‘অশালীন’ বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক মহল। এদিন কমিশনের অফিসের সামনে শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং নেতা শঙ্কুদেব পণ্ডা প্রমুখ। বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, যারা মনোনয়ন দিতে পারেননি তাঁরা কমিশনের সামনে আসুন। বিজেপি সূত্রে খবর, বাসে করে এদিন বিজেপি প্রার্থীরা আসেন কমিশনের অফিসে। দফতরের সামনেই চলে বিক্ষোভ প্রদর্শন। বিজেপি নেতারা বসেন অবস্থানে। আর এই ঘটনাকেই কটাক্ষ করে তৃণমূল। বলা হয়, সব জায়গায় প্রার্থী দিতে না পেরে ‘নাটক’ করছে বিজেপি।