কলকাতা

আইন কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল, কথা কমিশনারের সঙ্গেও

গণধর্ষণ’-কাণ্ডে সাউথ ক্যালকাটা ল’ কলেজে গেলেন বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ আর তাঁরা ঘটনাস্থলে পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকার পরিস্থিতি ৷ শুরুতে প্রতিনিধি দলের সদস্য সত্যপাল সিং, বিপ্লব দেব, মীনাক্ষী লেখি এবং মনন মিশ্রকে বাধা দেয় পুলিশ ৷ তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ আইন কলেজে যেতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে পুলিশ বাধা দিতেই বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশের সঙ্গে সামান্য বচসা ও ধস্তাধস্তি হয় তাঁদের ৷ যদিও, কিছুক্ষণের মধ্যেই প্রতিনিধি দলের চার সদস্য় এবং সুকান্ত ও অগ্নিমিত্রাকে ভিতরে প্রবেশের অনুমতি দেন উপস্থিত কলকাতা পুলিশের আধিকারিকরা ৷ উল্লেখ্য, তার কিছুক্ষণ আগেই লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার সঙ্গে বৈঠক করে আসেন বিজেপির প্রতিনিধিরা ৷ জানা গিয়েছে, সত্যপাল সিং, বিপ্লব দেবরা বেশ কিছুক্ষণ সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন ৷