দেশ

হরিয়াণা বিধানসভা নির্বাচনে ৬৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে হরিয়াণার বিধানসভা নির্বাচন৷ আজ, ৫ সেপ্টেম্বর থেকে শুরু মনোনয়ন জমা দেওয়ার কাজ৷ ১২ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন৷ ১৩ সেপ্টেম্বর স্ক্রুটিনি৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর৷ ৫ অক্টোবর ভোটের পরে গণনা ৮-এ৷ এরই মধ্যে ৯০ আসনের হরিয়াণা বিধানসভা ৬৭টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে পদ্ম শিবির৷ গত বুধবার প্রকাশিত এই তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য বদল চোখে পড়েছে৷ যার মধ্যে প্রধান হল, হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির কেন্দ্র পরিবর্তন৷ চব্বিশের বিধানসভা নির্বাচনে লাডওয়া কেন্দ্র থেকে লড়বেন তিনি৷ পাশাপাশি, হরিয়াণা মন্ত্রিসভার ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অনিল বিজ লড়বেন অম্বালা ক্যানটনমেন্ট কেন্দ্র থেকে৷ অম্বালা ক্যানটনমেন্টের মেয়র শক্তিরানি শর্মা তথা  নব্বইয়ের দশকে মডেল জেসিকা লালের খুনের মামলায় সাজাপ্রাপ্ত মনু শর্মার মা’কে টিকিট দেওয়া হয়েছে কালকা কেন্দ্র থেকে৷ সম্প্রতি তিনি নিজের স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হরিয়াণা জনচেতনা পার্টি থেকে পদত্যাগ করে বিজেপি’তে যোগ দিয়েছিলেন৷ এছাড়া, হরিয়াণা বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তাকে পঞ্চকুলা থেকে, প্রাক্তন স্পিকার কনওয়াড় পাল গুর্জরকে জগধ্রি এবং তেজপাল তানওয়াড়কে সোহনা থেকে টিকিট দেওয়া হয়েছে৷ হরিয়াণা বিজেপির প্রাক্তন সভাপতি ওমপ্রকাশ ধনখড়, বর্তমানে যিনি দলের জাতীয় সম্পাদক, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বদলী থেকে৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘনিষ্ঠ জগমোহন আনন্দকে দেওয়া হয়েছে খট্টরের আসন কার্নাল৷ খট্টর সরে যাওয়ার পরে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন হরিয়াণার বর্তমান মুখ্যমন্ত্রী সাইনি৷