দেশ

‘শক্তি’ বিতর্কে রাহুলের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি । রাহুল রাহুল গান্ধির শক্তি মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিকদের সামনে বলেন, রাহুল রাহুল গান্ধির শক্তি মন্তব্যের বিষয়টি তিনি পড়েন এবং তারপরই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে বিশদে উপস্থাপন করেন। গত রবিবার মুম্বইয়ের জনসভায় রাহুল রাহুল গান্ধি বলেন, “হিন্দু ধর্মে একটা শব্দ আছে, ‘শক্তি’। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু কী সেই শক্তি? ইভিএম এবং দেশের সব স্বশাসিত তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, আয়কর দপ্তরে রয়েছে রাজার আত্মা। আর তাঁকে পিছন থেকে নিয়ন্ত্রণ করছে একটা শক্তি। কয়েকজন শিল্পপতি, উচ্চবর্ণের কয়েকজন আমলা এবং আরএসএস মিলে ওই শক্তি তৈরি হয়েছে।” রাহুলের ওই মন্তব্যের পরই তাঁকে আক্রমণ শুরু করে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর সভা থেকে বলেন, ‘‘কংগ্রেসের উদ্দেশ্য শক্তির বিনাশ করা। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি। জীবন থাকতে আমি শক্তির বিনাশ ঘটাতে দেব না।” বিজেপির অন্যান্য নেতারা আবার বলা শুরু করেন, শক্তি মানে হিন্দুরা বোঝে নারী শক্তি। রাহুল শক্তি বিনাশ করতে চেয়েছেন মানে তিনি আসলে নারীশক্তির অপমান করছেন।