১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার এক বিজেপি নেতার বিরুদ্ধে৷ ঘটনার পরই পলাতক সে৷ ধর্ষণের ঘটনা সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছে পাড়া-প্রতিবেশীরা৷ থানায় ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা৷ জানিয়েছেন, তিনদিন হয়ে গিয়েছে৷ এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও খোঁজ নেই৷ পুলিস দ্রুত তদন্ত শেষ করুক৷ ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার নাম সুধাংশু সমাজদার৷ রাজনীতির পাশাপাশি সে প্রাইভেটে টিউশন পড়াত৷ নির্যাতিতা মেয়েটি সুধাংশুর কাছে পড়তে যেত৷ স্থানীয়রা জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি সুধাংশু সমাজদারের কাছে টিউশন পড়তে গিয়েছিল মেয়েটি৷ তখন মেয়েটিকে একলা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও পরে ধর্ষণ করে৷ ধর্ষণের কথা জানাজানি হলে মেয়েটিকে খুন করা হবে বলেও হুমকি দেয়৷ যদিও পরে মেয়েটি বাড়ির লোকেদের পুরো ঘটনার কথা জানায়৷ তারপরই অভিযুক্তের বিরুদ্ধে নদিয়ার ধানতলা থানায় ধর্ষণের অভিযোগ জানানো হয়৷ সেই থেকে পলাতক অভিযুক্ত ও তাঁর বাড়ির সদস্যরা৷ পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, সুধাংশু সমাজদার রানাঘাট ২ পঞ্চায়েত সমিতির সদস্য৷ বাচ্চা মেয়েটি ওই লোকটাকে জেঠু বলে ডাকত৷ সেই লোকটা এমন জঘন্য কাজ করবে কেউ ভাবতেও পারেনি৷