জেলা

৩০ আসন জিতিয়ে দিন, মমতা দিদির হিম্মত হবে না বাংলায় উন্নয়ন আটকানোরঃ অমিত শাহ

মালদহে দক্ষিণে রোড-শো এবং তার পরে রায়গঞ্জে সমাবেশ। বাংলায় এসে জোড়া কর্মসূচিতে চাকরি বাতিল নিয়েও আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  টার্গেট পঁয়তিরিশ। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বিরাট রোড শো করে মালদহে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, “৩০ আসন জিতিয়ে দিন। মমতা দিদির হিম্মত হবে না উন্নয়ন আটকানোর।” একইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নাম না করে অমিত শাহ বলেন, “সিএএ লাগু হলে আপনার কি সমস্যা?” সিএএ নিয়ে হুঙ্কার দিয়ে অমিত শাহের দাবি, কংগ্রেস, তৃণমূলের ক্ষমতা হবে না সিএএ আটকানোর। মমতা দিদি আটকাতে পারবে না। সন্দেশখালি প্রসঙ্গও এদিন শোনা যায় অমিত শাহের মুখে। একইসঙ্গে দুর্নীতি ও কাটমানি নিয়েও সরব ছিলেন শাহ। অমিত শাহের কথায়, “সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়, ভোটে অশান্তি হয় শুধু বাংলায়। কারণ তৃণমূল কংগ্রেস।” আরও এক ধাপ এগিয়ে অমিত শাহের দাবি, “লোকসভার পর বাংলায় বিজেপি সরকার করুন।”