জেলা

মেদিনীপুরে ভোটের তিন দিন আগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি

মেদিনীপুরে ভোটের তিন দিন আগে খড়গপুরে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হল। জানা গেছে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত খড়গপুর টাউন থানার পুলিশ বিজেপির খড়গপুর শহর মধ্য মণ্ডলের সভাপতি শ্রী তারকেশ্বর রাওকে বুধবার ভোররাতে বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযোগ, দরজা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। দলের এক কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। তবে ধৃতের পরিবারের দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। পুলিশের বিরুদ্ধে জোর করে ফাঁসানোর অভিযোগ তুলেছে পরিবার। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি দপ্তরে দলীয় এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ওই বিজেপি কর্মীর স্ত্রী বাঁচাতে গেলে তাঁকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, তারকেশ্বর রাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতেই তারকেশ্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।