কলকাতা

ফের মেরামতির কাজ, শিয়ালদা শাখায় আজ এবং আগামীকাল বাতিল একাধিক ট্রেন

ফের যাত্রী পরিষেবায় সমস্যা। শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় বেশ কিছু কাজের জন্য রেলের তরফে ব্লক নেওয়া হবে৷ যার জেরে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের জন্য যে ব্লক নেওয়া হয়েছিল তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছয়৷ আবার সপ্তাহ শেষে একই পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকে৷

এক নজরে দেখা যাক শনি এবং রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে –

শনিবার রাতে শেষ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে।রবিবার সকালেও ওই চার জোড়া লোকাল বাতিল করেছে রেল। কয়েকটি এক্সপ্রেসের রুট পরিবর্তন করার কথাও জানিয়েছে রেল। কলকাতা-সীতামঢ়ি, শিয়ালদহ-আজমের এবং পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-জয়নগর স্পেশাল ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু শিয়ালদহের উত্তর ডিভিশনে নয়, দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। দেউলা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কাজ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। এই মেরামতির কাজের জন্য কোনও লোকাল ট্রেন বাতিল করা হয়নি। তবে শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে, পরের দিন ভোরে মগরাহাট থেকেই শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে।