কলকাতা

দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দিলীপ ঘোষের

“রেশন ডিলারদের হয়তো বলেছে আপনারা করুন, যা বাঁচবে নিয়ে নিন আর লোককে দেখাচ্ছে আমি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ৷” আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ ৷ দিলীপ ঘোষ বলেন, “সরকার লোককে দেখাচ্ছে আমি আপনাদের জন্য কত ভাবছি ৷ মানুষ যা চায়নি, তা নিয়ে অযথা জটিলতা তৈরি করছে সরকার ৷” তাঁর প্রশ্ন দূরে কোথাও যেতে হলে, যেমন নিউটাউনের কোনও বাড়ির সাত তলায় রেশন পৌঁছাতে হয়, তাহলে তা কে পৌঁছাবে ? দিলীপ ঘোষ জানান, রেশন ডিলাররা ইতিমধ্যে জানিয়েছেন যেটুকু কমিশন তাঁরা পান, তা লোক রাখতে আর গাড়ি ভাড়া দিতে খরচ হয়ে যাবে ৷ এমনকি এ বিষয়ে রেশন ডিলারদের আদালতে যেতে হয়েছে জানিয়ে তবে তিনি বলেন, “যাঁদের সত্যি দরকার, তাঁদের জন্য করা হোক ৷” তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, দুয়ারে সরকার করতে গিয়ে মানুষ অবহেলিত হচ্ছে ৷ তিনি বলেন, “মানুষ রাস্তায় পড়ে আছেন না খেতে পেয়ে, মারা যাচ্ছেন ৷ গুলি চলছে, লাঠি চার্জ করা হচ্ছে ৷ কেবল রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে ৷”