তিন দিন ধরে নিখোঁজ থাকার পর দলীয় কার্যালয়ের ভিতর থেকেই উদ্ধার হল বিজেপি নেতার রক্তাক্ত দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগণার উস্থিতে৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছেন নিহত বিজেপি নেতার পরিবারের সদস্যরা৷ যদিও পুলিশ এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ নিহত বিজেপি নেতার নাম পৃথ্বীরাজ নস্কর৷ তিনি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনার পদে ছিলেন৷ শুক্রবাররাতে উস্থির দ্বীপের মোড় এলাকা থেকে ওই বিজেপি নেতার দেহ উদ্ধার হয়৷ তাঁর পরিবারের অভিযোগ, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা৷ শুক্রবার রাতে দ্বীপের মোড় এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকেই ওই নেতার দেহ উদ্ধার হয়৷ স্থানীয় সূত্রে খবর, ওই বিজেপি নেতা নিজেই ওই কার্যালয় খুলেছিলেন৷ সেখানে তিনিই মূলত যাতায়াত করতেন৷ নিহত বিজেপি নেতার মোবাইলের কল ডিটেলস দেখেই দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷