পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপির মিডিয়া সেলের কনভেনার জিতেন চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য বেঁচে যান ওই বিজেপি নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। তদন্ত শুরু করেছে পুলিস। জিতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, পাণ্ডবেশ্বরে কর্মীদের সঙ্গে কথা বলে একসঙ্গীর সঙ্গে তিনি ফিরছিলেন। কুমারডিহির সামনে হঠাৎ করে একটা বাইক এসে তাঁর গাড়ির সামনে দাঁড়ায়। বাইকে থাকা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কোনক্রমে প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।