দেশ

আসানসোলে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ভিন রাজ্য থেকে সস্ত্রীক গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি

 কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের হয়ে একরত্তি সহ ৩ জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র গ্রেফতার। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী তথা আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। ২ জনকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা আনা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এর আগে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জিতেন্দ্র। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে। এর পর সুপ্রিম কোর্টেও যান জিতেন্দ্র। কিন্তু সেখানে শুনানির আগেই গ্রেফতার হলেন জিতেন্দ্র। গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী।  ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়। সেই ঘটনায় পুলিশের এফআইআর-এ জিতেন্দ্র, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ একাধিক নাম ছিল। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। নিহতদের আসানসোলের কাল্লার বাসিন্দা চাঁদমণি দেবী, ঝালি বাউড়ি এবং রামকৃষ্ণডাঙার ১২ বছরের প্রীতি সিংহ হিসেবে শনাক্ত করা যায়। সেই ঘটনায় গ্রেফতারও করা হয় কয়েক জনকে।