রামনবমীর দিন নিজের বিধানসভায় রাম মন্দিরের শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এর আগে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি ৷ সেই মতো রবিবার ভূমি পুজোর মধ্য দিয়ে রাম মন্দিরের শিলান্যাস করেন বঙ্গ বিজেপির অন্যতম এই শীর্ষ কর্তা। এই অনুষ্ঠান থেকেই তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্খ বলে আক্রমণ করেন তিনি ৷অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও স্থানীয় বিজেপি কর্মী-নেতা থেকে শুরু করে অন্যরা উপস্থিত ছিলেন ৷ এদিন সোনাচূড়ার শহিদ বেদী থেকে রামনবমীর মিছিল বের হয় ৷ শেষ হয় সোনাচূড়ার গাংড়া এলাকায় ৷ এখানেই চার বিঘে জমির উপর তৈরি হবে রাম মন্দির ৷ শিলান্যাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “আমি নিজে মন্দিরের জন্য জায়গা সংগ্রহ করেছি ৷ কারও কিছু লাগবে না ৷ এখানকার বাসিন্দারা খুব গরিব । তাই কারও কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে না ৷” অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ” যাঁরা হিন্দিতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বহিরাগত বলেন। কিন্তু আমরা সব ভারতীয় ৷”
