কলকাতা

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি, ফের রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি

মণীশ শুক্লা খুনে সিআইডি তদন্তে খুশি নয় বঙ্গ বিজেপি। সিবিআই তদন্তেই আস্থা গেরুয়া শিবিরের। সে বিষয়েই ফের রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বিজেপির প্রতিনিধি দলের। রবিবার রাজভবনে যান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিধায়ক সব্যসাচী দত্ত, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বেশ কিছুক্ষণ এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরনোর পর মুকুল রায় বলেন, “মণীশ শুক্লা খুনে যে সিআইডি তদন্ত হচ্ছে সেটা গণতন্ত্রের সঙ্গে বিদ্রুপ ছাড়া কিছুই নয়। সিবিআই তদন্তের কেন প্রয়োজন সেটাই আমরা রাজ্যপালকে জানাতে এসেছিলাম।” তাঁর অভিযোগ, এফআইআরে থাকা অভিযুক্তদেরও ডাকা হচ্ছে না। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় আরও বলেন, “রাজ্যপালের হাতে ক্ষমতা নেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার। আমরা চাই যে তদন্ত হচ্ছে সেটা সঠিক হোক। মণীশ শুক্লার পরিবার যেন বিচার পায়।” 

https://twitter.com/jdhankhar1/status/1315226663588823040