দেশ

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ইরানের মৎস্যজীবীদের নৌকো

ইরানের মৎস্যজীবীদের নৌকা আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) কেরালা উপকূলের বেয়োরের পশ্চিমে ৬ ভারতীয় মৎস্যজীবী সহ আটক করে ইরানি নৌকাটি। নৌকাটি আটক করার পরে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি দল নৌকাটিতে উঠে সব দিক খতিয়ে দেখে। কোন অপরাধমূলক কার্যকলাপের জন্য নৌকাটি ব্যবহার করা হচ্ছিল কিনা সেই দিক খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই নৌকার মালিক একজন ইরানী ছিলেন যিনি তামিলনাড়ু থেকে এই ৬ ভারতীয় মৎস্যজীবিদের সঙ্গে চুক্তি করেছিলেন। ইরান উপকূলে মাছ ধরার জন্য তাদের ইরানি ভিসাও করে দিয়েছিলেন। মৎস্যজীবীদের অভিযোগ নৌকার মালিক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদের মৌলিক জীবনযাত্রার শর্ত থেকে বঞ্চিত করে। প্রত্যেকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিলেন ইরানি নৌকোর মালিক। মৎস্যজীবীরা শোষণ থেকে বাঁচার জন্য পরিকল্পনা করে ওই নৌকায় করে ইরান থেকে ভারতে পালিয়ে এসেছেন। মৎস্যজীবী সমেধ নৌকাটি তদন্তের জন্য কোচিতে নিয়ে আসা হয়েছে।