ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 18 জুলাই পশ্চিমবঙ্গে এসে তাঁর সভা করার কথা ৷ আর সেই সভা হতে পারে শিল্পশহর দুর্গাপুরে ৷ তাই এখন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার মোদির সম্ভাব্য সভাস্থল পরিদর্শনের কাজ চলল জোর কদমে ৷ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ ২০২১ সালে অনেক চেষ্টা করেও তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারেনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ ২০২৬ সালে তাই তারা মরিয়া লড়াই শুরু করেছে ৷ ইতিমধ্যে রাজ্য সভাপতি পরিবর্তন হয়েছে ৷ পুরনো কর্মীরা, যাঁরা নিজেদের কোণঠাসা বলে মনে করছিলেন, তাঁদের মধ্যেও সক্রিয়তা দেখা যেতে শুরু করেছে ৷ আর এই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদি আসছেন রাজ্যে ৷ যদিও এই নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷ তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিহারে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে যাওয়ার পথেই তিনি ১৮ জুলাই দুর্গাপুরে আসবেন ৷ সেদিন তিনি কোথায় সভা করবেন, সেই জায়গা খোঁজার কাজ শুরু হয়েছে । দুর্গাপুর স্টিল টাউনশিপের নেহেরু স্টেডিয়াম এবং এএসপি স্টেডিয়াম পরিদর্শন করেন রাষ্ট্রায়ত্ত গেইল, সেইল ও ইন্ডিয়ান ওয়েলের কর্তারা । উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিজেপির লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপির জেলা নেতা অভিজিৎ দত্ত, বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়-সহ দুর্গাপুরের বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতারা । বিজেপি সূত্রে খবর, কোথায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ৷ তবে এএসপি স্টেডিয়ামে তৈরি হতে পারে হেলিপ্যাড । নেহরু স্টেডিয়ামে হতে পারে সভা ৷ সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠান ও পরে জনসভা করবেন প্রধানমন্ত্রী ।


