বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষীদের জেল থেকে মুক্তি দিয়েছে গুজরাট সরকার। ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ তাদের প্রায় ‘বীরে’র মর্যাদা দিয়েছে। নিজেদের কার্যালয়ে নিয়ে গিয়ে মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছে। এবার গোধরার বিধায়ক বলে বসলেন, বিলকিস বানোর ধর্ষকরা সকলেই ‘ব্রাহ্মণ’। তাদের ‘সংস্কার’ খুবই ভাল। যা নতুন করে বিতর্ক উসকে দিল। গেরুয়া শিবির যেভাবে গণধর্ষণকারীদের রীতিমতো সংবর্ধনা আর শংসাপত্র বিলোচ্ছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন অনেকেই। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে ৬ হাজারেরও বেশি আবেদন। তাঁদের সকলের দাবি, ওই ধর্ষকদের সময়ের আগে মুক্তি দেওয়ার নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হোক। জানা যাচ্ছে, গণধর্ষণকারীদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে গুজরাট সরকারের যে পরিকল্পনা তার পিছনে যে দুই বিধায়ক রয়েছেন, তাঁদেরই অন্যতম গোধরার বর্তমান বিধায়ক সি কে রউলজি। এক সাংবাদিকের কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ওরা ব্রাহ্মণ। আর ব্রাহ্মণদের সকলেরই ভাল সংস্কার থাকে। এখানে নিশ্চয়ই কারও খারাপ উদ্দেশ্য ছিল ওদের কোণঠাসা করে শাস্তি দেওয়ার।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নেতার এহেন ‘বচনে’র ভিডিও। বহু মানুষই বিস্ময় প্রকাশ করেছেন, কী করে একজন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি ধর্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন।