কলকাতা

‘আইনস্টাইন বলেছেন, E=mc², আমরা বহু আগেই পদার্থ এবং শক্তির সমন্বয়ের কথা বলেছি,’ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের মন্তব্য ঘিরে বিতর্ক

কেন্দ্রের বিজেপি সরকার ইতিহাসকে গৈরিকীকরণ করছে বলে অভিযোগ তুলে আগে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। সেই সমস্ত বিষয়ে নিজের মতামত তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, ‘‌আমাদের সংস্কৃতিতে যে বিজ্ঞান রয়েছে, সেটা মানুষকে জানতে হবে। এটা সত্যি কথা। যেমন, আইনস্টাইন বলেছেন, E=mc²। আমরা বহু আগেই পদার্থ এবং শক্তির সমন্বয়ের কথা বলেছি। আমরা আগেই বলেছি, ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’। এটা কোনও গৈরিকীকরণ নয়। ‘শূন্য’ ভারতবর্ষ দিয়েছে। তা হলে গৈরিকীকরণ করছে বলে শূন্যকে ত্যাগ করে দাও না! পারবে?’‌ ইতিমধ্যে তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বাম এবং তৃণমূল কংগ্রেস।