দেশ

তৃণমূল সাংসদকে বরখাস্ত করার দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি অভিজিৎ সহ ৩ জন বিজেপি সাংসদের

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক দিনের সাসপেনশনের শাস্তি ‘যথেষ্ট নয়’ বলে মনে করছে বিজেপি। তাঁকে বরখাস্ত করার দাবিতে বুধবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র বিজেপি সদস্যেরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। পাশাপাশি, সংসদীয় বিধি মেনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করার আর্জিও জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, মঙ্গলবার ওয়াকফ বিল সংক্রান্ত বৈঠক চলাকালীন কাচের বোতল ভেঙে জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালের দিকে ছুড়ে মেরেছিলেন কল্যাণ। বোতল ভাঙার সময় কাচের টুকরোয় হাত কেটে যায় কল্যাণে। ছ’টি সেলাই দিতে হয়। জেপিসির সদস্য বিজেপির তিন সাংসদ— অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশিকান্ত দুবে এবং অপরাজিতা সারঙ্গি স্পিকারকে চিঠি লিখে কল্যাণের বিরুদ্ধে সংসদীয় বিধির ৩১৬বি(এ) ধারায় লোকসভার এথিক্স কমিটিকে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। বিজেপির তিন সাংসদ চিঠিতে লিখেছেন, কল্যাণের আচরণ ‘ক্ষমার অযোগ্য হিংসাত্মক’ ছিল। এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানিয়ে অভিজিতদের সুপারিশ, এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে বরখাস্ত করা উচিত। এর পাশাপাশি কল্যাণের বোতল ছোড়ার ঘটনার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপেরও দাবি তুলেছেন অভিজিতেরা।