দেশ

দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব না দেওয়ার জন্য বিজেপি সাংসদদের কড়া বার্তা জেপি নাড্ডার

দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব না দেওয়ার জন্য বিজেপি সাংসদদের কড়া বার্তা জেপি নাড্ডার। মাঝে মধ্যেই বিজেপির কিছু সাংসদের বিরুদ্ধে দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। শীর্ষ নেতৃত্বের তরফে বারবার এই বিষয়ে ওই মানসিকতার সাংসদদের এই বিষয়ে সতর্ক করা হলেও খুব একটা কাজ হয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের অন্দরেই। অনেক সময়ই বিভিন্ন দলীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য বার্তা দেওয়া হলেও কেউ কেউ তা এড়িয়ে যান। শুক্রবার এই মানসিকতার দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা । দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব না দেওয়ার জন্য তাঁদের কটাক্ষ করার পাশাপাশি খুব তাড়াতাড়ি মানসিকতায় পরিবর্তন আনার পরামর্শ দিলেন তিনি। এপ্রসঙ্গে বলেন, “বিজেপির কাছে দলীয় সাংসদদের কাজকর্মের তথ্য আছে। তাই যাঁরা কাজ করছেন না তাঁরা অবিলম্বে নিজেদের আচরণ ও মানসিকতার পরিবর্তন করুন। আর দলের তরফে আয়োজন করা অনুষ্ঠানগুলিতে সক্রিয়ভাবে যোগ দিন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি বিশেষ প্রচার কর্মসূচী মহা জন সম্পর্ক অভিযান শুরু করেছে। আশা করব যে সমস্ত সাংসদরা দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেন না তাঁরা মানসিকতা পাল্টে এই কর্মসূচীতে যোগ দেবেন।”