জেলা

‘বিজেপির থেকে টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে আইএসএফ’, অভিযোগ মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ভাঙড়ে দুই তৃণমূল কর্মী ও এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এবার নাম না করে আইএসএফ-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নামখানার ইন্দিরা ময়দানে নবজোয়ার কর্মসূচির সভা থেকে মমতা নাম না করে আইএসএফ’কে বিঁধে বলেন, বিজেপির থেকে টাকা নিয়ে অশান্তি বাঁধিয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার নামখানার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কয়েকজন সংখ্যালঘু ভাঙড়ে গন্ডগোল করেছে। বিজেপি-র থেকে টাকা নিয়েছে। মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। একটা এমএলএ হয়ে বড়বড় কথা।‘ প্রসঙ্গত এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে আইএসএফ এর সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি ওঁর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু দেখা পাইনি। উনি আমাকে সময় দিতে পারেননি। অথচ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে ডেকে মালা পরানোর সময় আছে। এতেই বুঝুন, বিজেপির সঙ্গে কার সখ্য বেশি। আর তাছাড়া আমাদের সঙ্গে বিজেপির যোগের কথা যে বলছেন, আমাকে গ্রেফতারির সময় তো আমার মোবাইল ফোনটা পুলিশ নিয়ে নিয়েছিল। কিছু কি খুঁজে পেয়েছে পুলিশ?’