বৃহস্পতিবারও বিধানসভার চলতি অধিবেশনে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি। রাজ্যপালের ভাষণ চলাকালীন অসংসদীয় আচরণের জন্য নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং পুরুলিয়া সদরের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের সাসপেন্ড করা হয় ৷ এদিন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপি বিধায়কেরা লবিতে বিক্ষোভ দেখান।