বিজেপির বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জের অভিযোগও উঠেছে ৷ ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন ৷ পুলিশের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ উল্লেখ্য, শনিবার বিজেপির তরফে বালুরঘাট মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের সুব্যবস্থা এবং মালদা, মুর্শিদাবাদে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বালুরঘাটে এই কর্মসূচি নেয় ৷ বিজেপির এই কর্মসূচির কারণে মহকুমা শাসকের দফতরের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় ৷ ব্যারিকেডও দেওয়া হয় ৷


