কলকাতা

পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ, সাংসদদের সঙ্গে তুমুল বচসা পুলিশের

বিজেপির মিছিল ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। মিছিল শুরু করতে গেলেও পুলিশ গার্ডরেল দিয়ে মিছিল আটকে দেয়। রবিবার মিছিলের অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করেছিল বিজেপি। সেই আবেদন খারিজ করে গতকালই কলকাতা পুলিশের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। তার পরেও এদিন  দুপুর ১টায় সময় দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন থেকে মিছিল শুরু করে বিজেপি। আর মিছিল যাতে কোনও ভাবেই বেরোতে না পারে, সে জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে দেয়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, দেবশ্রী চৌধুরীর সঙ্গে তুমুল বচসা হয় পুলিশের। পুলিশের তরফে অনুমতি না মিললেও মিছিলের দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব। মুরলিধর সেন লেনের পার্টি অফিসের সামনেই বক্তব্য রাখছেন বিজেপি নেতারা। তার পর মিছিল শুরু হবে বলে জানিয়েছে বিজেপি।