দেশ

দেশজুড়ে ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস: রাহুল গান্ধি

ফের বিজেপি-আরএসএসের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধি। সোমবার কর্নাটকের বিদরের ভালকিতে দলের নির্বাচনী সভায় বিজেপি ও আরএসএসকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘বিজেপি ও আরএসএস লাগাতার গণতন্ত্রের ওপরে হামলা চালিয়ে চলেছে। দেশজুড়ে ঘৃণা আর হিংসা ছড়াচ্ছে।’ ভোটের পর যাতে ইডি-সিবিআইকে ব্যবহার করে কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে নিয়ে বিজেপি সরকার গড়তে না পারে তার জন্য অন্তত দেড়শো আসনে দলীয় প্রার্থীদের জয়ী করারও আর্জি জানিয়েছেন তিনি। আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট। ইতিমধ্যেই ভোট ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। দলের নিশ্চিত পতনের ইঙ্গিত পেয়ে বিজেপি ছাড়তে শুরু করেছেন একের পর এক নেতা-বিধায়ক। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদি। এছাড়া বেশ কয়েকজন বিধায়কও পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছেন। গতকাল রবিবার থেকেই কর্নাটকে নির্বাচনী সভা শুরু করেছেন রাহুল গান্ধি। এদিন ভালকিতে দলের নির্বাচনী সভায় বিজেপি ও আরএসএসকে নিশানা করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র আজ বিপন্ন। আরএসএস ও বিজেপির নেতারা গণতন্ত্রকে আক্রমণ করে চলেছেন। দেশজুড়ে ঘটণা আর হিংসা ছড়াচ্ছে। গরিবদের টাকা কেড়ে নিয়ে দুই-তিনজন ধনীকে দিচ্ছে।’