দেশ

ফের শীর্ষ আদালতে মুখ পুড়ল গুজরাত পুলিশের, তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে জামিন দিল সুপ্রিমকোর্ট

ফের শীর্ষ আদালতে মুখ পুড়ল মোদি রাজ্য গুজরাত পুলিশের। মানুষের কাছ থেকে তোলা অনুদানের অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছেন। শীর্ষ আদালতের নির্দেশের ফলে চার মাসের বেশি সময় বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন গোখলে। গত বছরের ৬ ডিসেম্বর গুজরাতের মোরবি সেতু ভেঙ্গে পড়া নিয়ে টুইটে অপপ্রচার চালানোর দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে প্রথমে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। ভুয়ো খবর ছড়ানোর মামলায় গ্রেফতার হওয়ার তিন দিনের মাথায় জামিন পেয়েছিলেন তিনি। জামিন পাওয়ার পর জেল থেকে বের হওয়ার সময়ে তাঁকে ফের গ্রেফতার করে মোরবি পুলিশ। পরের দিন ৯ ডিসেম্বর জামিন পান তিনি। পর পর দু্ই মামলায় জামিন পাওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে ফাঁসাতে নয়া অভিযোগ দায়ের করে মোদি রাজ্যের পুলিশ। এবার মানুষের কাছে থেকে অনুদান তুলে তা নিজের জন্য ব্যবহার করার অভিযোগ আনা হয় গোখলের বিরুদ্ধে। তো ডিসেম্বর দিল্লি থেকে ফের তাঁকে গ্রেফতার করে আমদাবাদ পুলিশ। প্রতারণা (৪২০ ধারা), জালিয়াতি ( ৪৬৭ ধারা), বিশ্বাসভঙ্গের (৪০৬ ধারা) অভিযোগ আনা হয় গোখলের বিরুদ্ধে।