দেশ জোড়া কৃষক আন্দোলনের মধ্যেই ফের কৃষকদের উপর নেমে এল আরেকটি ধাক্কা।বিজেপি-শাসিত কর্নাটক সরকার পাস করল সংশোধিত জমি আইন। ৩৭-২১ ভোটে পাস হয়েছে আইন। জেডিএস আইনের পক্ষে ১০টি ভোট দিয়েছে। কংগ্রেসের ৯ জন দস্য অনুপস্থিত ছিলেন। এই সংশোধিত কৃষিজমি আইন অনুসারে আর কৃষিজমি কেনার নিয়ে বিধিনিষেধ রইল না। এই আইনের ফলে গ্রামীণ অর্থনীতি ধসে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ৭৫ সদস্যের কর্নাটক বিধান পরিষদে বিজেপির ৩১ জন সদস্য রয়েছে, জেডিএস-এর ২৮ এবং কংগ্রেসের ১৪ জন। বিজেপির এখানে সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় জেডিএস-এর ভোট এদিন সহায়ক হয় তাদের পক্ষে। এই সংশোধনী আইনের ফলে কৃষিজমি কেনায় আর শিল্পপতিদের প্রায় কোনও বাধাই থাকল না। গত সেপ্টেম্বরে বিধানসভায় পাস হয়েছিল এই আইন। তখন কংগ্রেস ওয়াকআউট করেছিল। শিল্পপতিরা এবার থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে জমি কিনে নিতে পারবেন। এর আগে কর্নাটক শিল্পাঞ্চল উন্নয়ন বোর্ড এই জমি কিনত। এবং বিক্রির সময় প্রচুর শর্ত ছিল।