সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে এবার সরব হলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ ৷ তাঁর দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে ৷ আর এই দাবিতে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ বুধবার থেকেই রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবারই এই নিয়ে সরব হয়েছিলেন ৷ নজরুল মঞ্চের অনুষ্ঠানে আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগও করেছিলেন তিনি ৷ এই নিয়ে ইডি-র তদন্তের দাবি করেন শুভেন্দু ৷ এবার সরব হয়েছেন সৌমিত্র খাঁ ৷ তিনি কেন্দ্রীয় সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত দাবি করেছেন ৷ আর তাতেই কে কে-র পরিবার সুবিচার পাবে বলে তিনি মনে করেন ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠি তিনি টুইটারে পোস্ট করেছেন ৷ টুইটে আবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা , বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, বিজেপি নেতা অমিত মালব্যকেও ট্যাগ করেছেন ৷