দেশ

আগামী বৃহস্পতিবারই প্রথম দফায় বিজেপির ১০০ জন প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা

লোকসভা নির্বাচনের বেশি দেরি নেই। মার্চের মাঝেই দিন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবারই প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। প্রথম দফার তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহের নাম থাকার সম্ভাবনাই বেশি। মূলত দলের হেভিওয়েট নেতাদের নামই থাকবে এই তালিকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিজেপির জাতীয় নির্বাচনী কমিটি একটি বৈঠকে বসবে। এরপরই ঘোষণা করা হবে প্রথম দফার প্রার্থী তালিকা। বিজেপি সূত্রে খবর, প্রথম দফার তালিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ৫৪৩ টি আসনের মধ্যে ৩৭০ টি আসন জয়ের টার্গেট রেখেছে বিজেপি। এনডিকে নিয়ে হবে ৪০০ পার। এই টার্গেট সফল করলেই আসরে ঝাঁপাবে বিজেপি। লোকসভার শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জানিয়েছেন তিনি দেশের মন জানতে পেরেছেন। এনডিএ এবার চারশোটি আসনেই জিতবে। বিজেপি পাবে ৩৭০ টি আসন।