বিনোদন

সদ্যোজাত পুত্র সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বিক্রান্ত, নাম রাখলেন ’বরদান’

সদ্যোজাত পুত্র সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর। বাবা-মা হওয়ার খবর আগেই সকলকে জানিয়েছিলনে অভিনেতা ও তাঁর স্ত্রী। দু’জনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ‘ আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি দু’জনে।’ আর পাঁচটা তারকাদের মত ফুটফুটে একরত্তিকে তাঁরা ‘গোপন’-এ রাখেননি। বরং, ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিলেন সদ্যোজাতর ছবি। ছবিতে দেখা যাচ্ছে, শীতলের কোলে সন্তান, পাশেই বিক্রান্ত। মা-বা ও ছানা…তিনজনেই সেজেছেন গোলাপিতে। এদিন বিক্রান্ত ও শীতল জানালেন সদ্যোজাতর নাম ’বরদান’।