এদিন বিকেল প্রায় চারটে নাগাদ হুগলির চুঁচুড়ার ডানলপ ময়দানে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে ধনিয়াখলির তাঁতের কাপড় দিয়ে অভ্যর্থনা জানায় বঙ্গ বিজেপি। আগামি মে মাসে বাংলায় বিজেপি সরকার হবে। এমন দাবি করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পূর্বতন দলকে তোপ জানান দুই তৃণমূল প্রাক্তনী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এদিন ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।এদিন বাংলায় ভাষণ শুরু করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, বাংলা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, হুগলি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন হবে। রেল-সহ মেট্রো উপহার দেব, আরও বহু প্রকল্পের উদ্বোধন হবে। পরিকাঠামোর উন্নয়ন আগে হওয়া উচিত ছিল, বিভিন্ন দেশ উন্নত হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য। বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে হচ্ছে। মহারাষ্ট্র-শালিমার কিষাণ রেল চলছে, উপকৃত হবেন ছোট কৃষকরা। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোতে লাভ হবে। বাংলা বহু মণীষীর জন্ম দিয়েছে, বাংলার ঐতিহাসিক জায়গার উন্নয়ন হয়নি। কোনও সরকার বাংলার উন্নয়নে নজর দেয়নি। দেশভক্তির বদলে ভোট ব্যাঙ্কের রাজনীতি হয়েছে। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি, উন্নয়নের বদলে তোষণের রাজনীতি বাংলার মানুষ এই সরকারকে ক্ষমা করবে না। বাংলা আগে অনেক এগিয়ে ছিল, কিন্তু বাংলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। মা-মাটি-মানুষের সরকার পিছিয়ে দিয়েছে। বাংলার উন্নয়ন করা কেন্দ্রের লক্ষ্য, বিজেপি এলে সংস্কৃতির জয় গান হবে, সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলার গৌরবের সঙ্গে অন্যায় হয়েছে, পানীয় জলের টাকা পায়নি বাংলার মানুষ। প্রধানমন্ত্রী এও বলেন, পানীয় জল প্রকল্পের বহু কোটি টাকার দুর্নীতি, বাংলায় আসল পরিবর্তন চায় বিজেপি। তৃণমূলের তোলাবাজিতে কৃষকরা টাকা পায়নি, গরিব মানুষ বঞ্চিত। পরিশোধিত পানীয় জল থেকে বঞ্চিত বাংলা।কেন্দ্রের টাকা খেয়েছে তৃণমূল সরকার তিনি এও বলেন, হুগলি নদীর দুই তীরে প্রচুর শিল্প ছিল, এখন বাংলায় শিল্পের অবস্থা কী সবাই জানে। এখন ভিনরাজ্যে যাচ্ছে বাংলার মানুষ, বিজেপি পাটের ব্যবহারে গুরুত্ব দিয়েছে। সিন্ডিকেট, কাটমানির জন্য বাংলায় বিনিয়োগের অবস্থা খারাপ। আর নয় অন্যায়, আমরা আসল পরিবর্তন চাই। বাংলার ইতিহাস, সংস্কৃতি মজবুত হবে।