কলকাতা

জুনিয়র ডাক্তারদের রাতে এক ঘণ্টা আলো নেভানোর কর্মসূচি সমর্থন গেরুয়া শিবিরের, প্রচার শুরু করল বঙ্গ বিজেপি

বুধবার রাতে সব বাড়িতে এক ঘণ্টা (রাত ৯টা থেকে ১০টা) আলো বন্ধ রেখে প্রতিবাদের যে ডাক জুনিয়র ডাক্তারেরা দিয়েছেন, তাকে সমর্থন করতে দলীয় প্রতীক ছাড়াই প্রচারে নামল রাজ্য বিজেপি। যা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তাঁদের প্রতিবাদের সঙ্গে কেউ যদি একাত্ম বোধ করেন, তা হলে তাঁদের তাতে আপত্তি নেই। বেশ কয়েকদিন আগে থেকেই ৪ সেপ্টেম্বর, বুধবার রাজ্যের সর্বত্র ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচির ডাক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ তাদের পোস্টারে জানায়, বুধবার রাত ৯টা থেকে ১০টা আলো বন্ধ করে দীপ জ্বালান ঘরে ঘরে। ঠিক একই বয়ানে ‘ডিজিটাল পোস্টার’ বানিয়েছে বিজেপি। তাতে পদ্মের ছোঁয়া বলতে গেরুয়া রং। সেই রঙের উপর সাদা রঙে লেখা। বয়ান প্রায় একই। শুধু চিকিৎসকদের ‘দীপ’ ওই পোস্টারে ‘প্রদীপ’ হয়েছে। তবে পোস্টারের কোথাও বিজেপির নাম বা গন্ধ সরাসরি নেই। সোমবার থেকেই সেই পোস্টার সমাজমাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেছেন বিজেপির নেতা-কর্মীরা।