জেলা

কাছ থেকে ছোঁড়া শটগানের গুলিতে মৃত্যু বিজেপি কর্মীর, ময়নাতদন্তের রিপোর্টে মুখ পুড়ল গেরুয়া শিবিরের

পুলিশের ছোঁড়া রবার বুলেট গায়ে লেগেই বিজেপি কর্মীর মৃত্যু বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্যকথা। শটগানের গুলিতে মৃত্যু। যা পুলিশ ব্যবহার করে না। রাজ্য পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে বলা হয়েছে, ‘শটগান আঘাতের কারণে মৃত্যু হয়েছিল।’

শিলিগুড়িঃ উত্তরকন্যা অভিযানের নামে বিজেপি গতকাল শিলিগুড়ির রাজপথে যে গুন্ডামি করেছে তার পিছনেও যে একটা বড় ষড়যন্ত্র কাজ করেছিল সেটা এবার চলে এল সামনে। আর তাতেই কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের। সোমবার শিলিগুড়ির তিনবাতি মোড়ে পুলিশের ওপর যে হিংসাত্মক আক্রমণ চালিয়েছিল বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা তাতে যে অস্ত্রসমেত দুষ্কৃতিরাও অংশ নিয়েছিল সেই ভয়ংকর তথ্য সামনে চলে এল উলেন রায়ের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই। গতকাল বিজেপি দাবি করেছিল পুলিশের ছোঁড়া শেল ফেটে নাকি ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল। পরে বিজেপির একাংশ দাবি করেছিল পুলিশ ছরার গুলি চালানোয় ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এমন কোনও ভিডিও বা ছবি সামনে আসেনি যাতে পুলিশের গুলি চালাবার দৃশ্য ধরা পড়েছে। বরঞ্চ গতকালই রাজ্য পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, বিজেপির কর্মীসমর্থকরা তাঁদের কর্মসূচির সময় মারাত্মক হিংসাত্মক কার্যকলাপ করে। তাঁরা অগ্নিসংযোগ, ইট-বৃষ্টি, গুলি চালানো এবং সরকারী সম্পত্তি ভাঙচুরও করে। তারপরও পুলিশ সংযম দেখিয়ে লাঠিচার্জ বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল জল কামান এবং কাঁদানে গ্যাস ব্যবহৃত করা হয়েছে। যে বিজেপি কর্মীর মৃত্যর খবর সামনে এসেছে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আর এবার সেই রিপোর্ট প্রকাশ হতেই মুখ পুড়ছে গেরুয়া শিবিরের।মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, শটগান আঘাতের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। আর এটা সবাই জানেন যে পুলিশ শটগান ব্যবহার করে না। সাধারনত দুষ্কৃতিরাই এই অস্ত্রটি ব্যবহার করে। তাই এটা স্পষ্ট যে শিলিগুড়িতে বিজেপি উত্তরকন্যা অভিযানের নামে যে তান্ডব চালিয়েছে তাতে সশস্ত্র ব্যক্তিদেরও আনা হয়েছিল এবং তারাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল। বিক্ষোভ কর্মসূচিতে মৃতের কাছে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তির শটগান থেকে চালানো গুলির প্যালেট এসে আঘাত হেনেছিল উলেন রায়ের শরীরে। তার জেরেই তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়েছিল এবং তাঁর মৃত্যু হয়