কলকাতা

মৃতদেহ নিয়ে বিক্ষোভে বাঁধা! প্রিয়াঙ্কার শ্লীলতাহানির অভিযোগ দক্ষ পুলিশকর্তার বিরুদ্ধে, ডিসি সাউথকে ভবানীপুরে থেকে সরাতে কমিশনে বিজেপি

এবার কলকাতা পুলিশের দক্ষ আধিকারিক, ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব বিজেপি।ভবানীপুরে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়া ঘিরে অশান্তির সময় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বাঁধা দেন। এখনই বচসা-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির নেতা-নেত্রীরা। যদিও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ তাঁকে শ্লীলতাহানি করেন ডিসি সাউথ। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। প্রসঙ্গত, বিজেপি নেতার মানস সাহার দেহ নিয়ে ভবানীপুরে যান রাজ্য বিজেপির নেতানেত্রীরা। ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ আরও অনেকেই। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে দেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। এই ঘটনায় শুক্রবার সকালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, অর্জুন সিং ও বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভবানীপুরে মৃতদেহ নিয়ে যাওয়া নিয়ে বিক্ষোভের মাঝে কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া তাঁর শ্লীলতাহানি করেন বলেই অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। এই মর্মে নির্বাচন কমিশনে চিঠিও পাঠায় বিজেপি।