দেশ

বিজেপি-র আইটি সেল দুর্বৃত্তদের আখড়া: সুব্রহ্মণ্যম স্বামী

এবার বিজেপির এই আইটি সেলের বিরুদ্ধে সরব হলেন স্বয়ং বিজেপিরই দলীয় সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী। বিজেপি আইটি সেলের বিরুদ্ধে তাঁর ট্যুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এদিন ট্যুইটে স্বামী লিখেছেন, “বিজেপির আইটি সেল দর্বৃত্তদের আখড়া হয়ে উঠেছে। আইটি সেলের কিছু সদস্য ভু্য়ো ট্যুইট করে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। এখন আমার অনুগামীরা যদি পাল্টা দেয়, তার দায় আমার নয়। যেমন দলের দুর্বৃত্ত আইটি সেলের দায় বিজেপির নয়।” এরপর আরও একটি ট্যুইট করে স্বামী লিখেন, “আমি উপেক্ষা করছি, কিন্তু বিজেপির উচিত আইটি সেলের দুর্বৃত্তদের বরখাস্ত করা। এক মালব্য বেলাগাম নোংরামি চালাচ্ছে।’ সুব্রক্ষণ্যম স্বামীর অভিযোগের তীর যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দিকে, তা স্পষ্ট। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্হা নিতেও অনুরোধ করেছেন সুব্রক্ষণ্যম স্বামী। বিজেপির এই সাংসদ দলের হ্যাঁতে সর্বদাই হ্যাঁ মিলাতে অভ্যস্ত নন। সম্প্রতি লাদাখে চীনা আগ্রাসনের মধ্যে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক বা জেইই-নিট পরীক্ষা, একাধিকবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন সুব্রক্ষণ্যম স্বামী।