Posted onAuthorবঙ্গনিউজComments Off on উদ্ধার হল এমআই-১৭ হেলিকপ্টারের ব্ল্যাকবক্স
বৃহস্পতিবার সকালে কুন্নুরের ঘটনাস্থল থেকে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স ৷ বুধবার ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ সেই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী ও আর ১২ জন ৷