জেলা

এগরা, বজবজের পর এবার মালদার বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

হক জাফর ইমাম, মালদাঃ এগরা, বজবজের পর এবার মালদা৷ ফের মজুত করে রাখা বাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একজনের৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল৷ এ দিন ভোররাতে ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার এলাকায়৷ এ দিন ভোর থেকে ইংরেজবাজারের একটি বন্ধ দোকানের ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে শুরু হয় পর পর বিস্ফোরণের শব্দ৷ এর পরে স্থানীয়রাই পুলিশ এবং দমকলে খবর দেন৷ জানা গেছে, মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর সময় ঘটে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ ততক্ষণে আগুন আরও বড় আকার নেয়৷ আগুন ছড়ায় আরও চারটি দোকানে৷ জানা যায়, জনবহুল রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজার এলাকার ভিতরে ওই দোকানটির মধ্যে বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখা হয়েছিল৷ সেই বাজিতেই কোনওভাবে আগুন লেগে যায়৷ দমকলকর্মীরা এসে দোকানের বন্ধ শাটার খুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন৷ সেই সময়ই দোকানের ভিতর থেকে আগুনে ঝলসে যাওয়া এক ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃত ব্যক্তির নাম মঙ্গলু ঋষি (৪৫)। পেশায় ভ্যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।