বিদেশ

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের লাহোরের বাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩, আহত ১৭

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির আশপাশের এলাকা। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে পাকিস্তানের লাহোরের জোহার টাউন এলাকায়। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৩ জন। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের নিকটবর্তী জিন্নাহ হসপিটাল ফর মেডিক্যাল অ্যাটেনশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের অনেক বাড়িই ক্ষতিগ্রস্ত হয়। বহু বাড়ির জানালার কাচ, দেওয়াল ভেঙে যায়। ওই এলাকায় রয়েছে বেশ কিছু শোরুম, ব্যাঙ্ক ও হাসপাতাল। একটি গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে । যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। এদিন সকালে ওই ঘটনা ঘটার আগে একটা ফোন আসে পুলিশের কাছে। উড়ো ফোন ভেবে তা গুরুত্ত্ব দেননি স্থানীয় প্রশাসন।

হাফিজ সৈয়দ ছিলেন মুম্বই হামলার মূল চক্রী। ২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় হোটেল, মুম্বই রেলস্টেশনে হামলা চালায় পাকিস্তানের কিছু জঙ্গি। প্রায় কব্জা করে নেয় মুম্বই শহরকে। এই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭৫ জনের। জীবিত ধরা গিয়েছিল পাকিস্তানী জঙ্গি আজমল কাসভকে। তাঁকে জেরা করেই উঠে আসে হাফিজ সৈয়দের নাম।