পাটনার দেওয়ানি আদালতে বিস্ফোরণ ৷ টেবিলে রাখা গান পাউডার থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আগমকুয়ান থানার তিন অফিসার আহত হন ৷ খবর পেয়ে স্থানীয় পীরবাহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ আহত পুলিশ অফিসারদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিএমসিএইচে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, দেওয়ানি আদালতে সাক্ষ্য হিসেবে কদমকুয়ান থানার পুলিশ অফিসাররা একটি বোমা এনেছিলেন ৷ সম্প্রতি প্যাটেল হস্টেলে পাওয়া বিস্ফোরকের ক্ষেত্রে এই বোমাটিই ছিল প্রমাণ ৷ যেটি আদালতে নিয়ে আসেন পুলিশ অফিসার ৷ বোমাটি টেবিলের উপর রাখা ছিল ৷ হঠাৎ সেই বোমাটি ফেটে বিস্ফোরণ ঘটে ৷ আর তাতেই আহত হন কদমকুয়ান থানার পরিদর্শক অফিসার ৷ সুধীর কুমার নামে ওই আহত অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷এই বিস্ফোরণের জেরে আদালত চত্বরে বিশৃঙ্খলা দেখা দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পাটনার পুলিশ সুপার মানবজিৎ সিং জানিয়েছেন, বিস্ফোরণে আহত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কদম মদন সিং-সহ দুইজন। তাঁদের আদালত চত্বর থেকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বোমায় একজনের ডান হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।