ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে গাজায়। এর জেরে দুনিয়ার প্রায় সব জায়গাতেই ইজরায়েলি দূতাবাসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের পেছন বিস্ফোরণ। খবর এল দিল্লি পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে দৌড়ল দিল্লি পুলিশের স্পেশাল সেল, বোম স্কোয়াড। ঘিরে ফেলে তল্লাশি শুরু হল এলাকায়। শুক্রবার সন্ধে ৬টা নাগাদ ওই ফোনটি আসে দিল্লি দমকলে। যিনি ফোন করেছিলেন তাঁর দাবি চাণক্যপুরীতে ইজরায়েলি দূতাবাসের পেছনের খালি জমিতে একটি ৫ টা ২০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়েছে। তারপরেই ইজরায়েলি দূতাবাসের পেছনের খালি জমিতে তল্লাশি শুরু করে পুলিশ। সঙ্গে যায় বোম স্কোয়াড। এখনওপর্যন্ত কোনও কিছু পাওয়া যায়নি বলেই খবর। কে ফোন করেছিল তার পরিচয় জানার চেষ্টা চলছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ সংবাদমাধ্যমে জানান, তল্লাশি হয়েছে। এখনও কোনও সন্দেহজনক জিনিস খুঁজে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মিলল পতাকায় মোড়া চিঠি। অন্যদিকে, ইজরায়েলের বিদেশ মন্ত্রী সংবাদসংস্থায় রয়টার্সের কাছেও বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন। সেখানে তিনি বলেন, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দূতাবাসের কর্মীরা সবাই নিরাপদেই রয়েছেন।