দেশ

মুম্বইয়ে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণ, মৃত ৩, আহত ১১

মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল তিনজনের। এই ঘটনায় ১১ জন নাবিক আহত হয়েছেন। তাঁদের দ্রুত নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই নাবিকেরা।  প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলা হয়েছে, ডেস্ট্রয়ার জাহাজটির কম্পার্টমেন্টে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৩ নৌসেনার। তবে ওই ঘটনায় সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের তেমন কোনও ক্ষতি হয়নি। দ্রুততা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বাহিনী। সূত্রের খবর, ওই ঘটনায় আরও ১০ জন নৌসেনা জখম হয়েছেন। তাঁদের নৌসেনা হাসপাতালে চিকিৎসা চলছে। তবে ওই বিস্ফোরণের সঙ্গে সমরাস্ত্রের কোনও যোগ নেই। কক্ষের কোনও সাজ-সরঞ্জাম থেকে বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা। দুর্ভাগ্যজনক ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এটি রণবীর ক্লাসের প্রথম ডেস্ট্রয়ার। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি তৈরি হয়েছিল। ১৯৮৬ সালের ২১ এপ্রিল বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এই যুদ্ধজাহাজটি। বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার একসময় এই জাহাজটির দায়িত্বে ছিলেন।