হায়দরাবাদে রবিনসন কাণ্ডের ছায়া। দুই দৃষ্টিহীন প্রবীণ পিতা-মাতা আগলে রাখলেন তাদের ৩০ বছরের সন্তানকে। টানা চারদিন ধরে তারা এই কাজ করেন। কিন্তু তারা এটা বুঝতেই পারেননি যে তাদের ছেলে মারা গিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকত যদি না প্রতিবেশীরা এগিয়ে আসতেন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ব্লাইন্ড কলোনিতে। প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। তারা এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুই প্রবীণেরই বয়স ৬০ বছরের বেশি। তারা দুজনেই তাদের ছেলেকে খাবার এবং জল খাওয়ার জন্য টানা চারদিন ধরে ডেকে চলেছেন। তবে তাদের ছেলে কোনও সাড়া দেয়নি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে গিয়ে দুই পিতা-মাতাকেই কিছুটা অস্থির অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদেরকে খাবার-জল দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের ছেলে প্রায় ৫ দিন আগে মারা গিয়েছে। তবে কেউ বিষয়টি খেয়াল করেনি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই প্রবীণের বড় ছেলেকে খবর দেওয়া হয়েছে। সে অন্য একটি শহরে থাকে। বড় ছেলে না আসা পর্যন্ত ওই প্রবীণ দম্পতিকে পুলিশের দেখভালে রাখা হয়েছে।