জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়াও বাকিদেরও স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে এই দাবিতে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখায় সোমবার মগরা ও পান্ডুয়া স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীরা। যার জন্য যাত্রাপথের বিভিন্ন জায়গায় আটকে পড়ে ট্রেন। এই দুটি স্টেশন ছাড়াও উত্তরপাড়া স্টেশনেও এদিন সকালের দিকে অল্প কিছুক্ষণের জন্য যাত্রী বিক্ষোভ হয় বলে রেলসূত্রে জানা গেছে। ঘটনায় স্টাফ স্পেশাল ট্রেন ছাড়াও কয়েকটি দূরপাল্লার ট্রেনেও প্রভাব পড়েছে বলে পূর্ব রেল জানিয়েছে। যদিও যাত্রীদের দাবি মেনে রেল থেকে সকলকেই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হয়েছে। স্টেশনে স্টেশনে বিক্রি হয়েছে দৈনিক টিকিট। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘সোমবার অবরোধে যেমন স্টাফ স্পেশাল ট্রেন চলাচলে প্রভাব পড়েছে তেমনি হাওড়া-ধানবাদ খন্যান স্টেশনে শিয়ালদা-রামপুরহাট এবং আসানসোল-শিয়ালদা স্পেশাল ট্রেন পান্ডুয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। মালদা টাউন-হাওড়া স্পেশাল ট্রেনটি কর্ড লাইনে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’