কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে, পাসের হার বেশ ভালো। কিন্তু অকৃতকার্য ছাত্রীরা ইতিমধ্যেই পাশ করানোর দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ শুরু করেছে। বনগাঁ কুমুদিনী স্কুলের ৩৭ জন ছাত্রী ইংরেজিতে ফেল করে। আর তাঁরাই পাশ করানোর দাবিতে বনগাঁর জাতীয় সড়ক অবরোধ করে। ইংরেজিতে ফেল করা ৩৭ জন ছাত্রী পাস না করালে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেয়। তাঁদের অভিযোগ, খাতা দেখায় ফাঁক থেকে গিয়েছে। কিন্তু পাশের দাবিতে যারা এভাবে বিক্ষোভ দেখাচ্ছে তাঁদের কাছে যখন একটি ইংরেজি বানান জিজ্ঞাসা করেন সাংবাদিক, তখন দেখা যায় বানানটি সম্পূর্ণ ভুল বলছে ছাত্রী। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। অকৃতকার্যদের ইংরেজিতে পাস করানোর দাবি আদৌ মানা হয় কিনা এখন সেটাই দেখার। দেখুন সেই ভিডিও –


